নতুন ঘর, পুরোনো আসবাব

কখনও কি মনে হয়েছে, ঘর যেন একটু ক্লান্ত হয়ে পড়েছে? সাজসজ্জা যেন আগের মতো চোখে লাগে না? অথচ নতুন করে সবকিছু কিনে আনার বাজেট নেই? তখনই কাজে আসে ছোট ছোট পরিবর্তন, যেগুলো চোখে লাগার মতো ফল এনে দেয়।

সোফার জায়গা বদলে দিন, বিছানাটা জানালার কাছাকাছি সরিয়ে নিন—আপনার ঘর যেন হঠাৎ নতুন করে নিশ্বাস নিতে শুরু করবে। রঙের খেলাতেও আছে ম্যাজিক। হয়তো শুধু কয়েকটা উজ্জ্বল কুশন, একটা আলাদা ডিজাইনের পর্দা বা মেঝেতে ফেলে দেওয়া উষ্ণ রঙের কার্পেট—ঘরের মনোভাবই বদলে দেবে।

আর জানেন কি, সবুজের ছোঁয়া দিলে ঘরের মানসিক তাপমাত্রা একেবারে নেমে আসে? এক কোণে মানানসই গাছ রাখুন, পুরোনো চায়ের কাপকে বানিয়ে ফেলুন ছোট্ট টব—দেখবেন, আপনার ঘরের প্রাণ যেন বেড়ে গেছে।

আলোরও আছে আলাদা মায়া। শুধুই টিউবলাইটে আটকে থাকবেন না, ফ্লোর ল্যাম্প, টেবিল ল্যাম্প, এমনকি এক গুচ্ছ ফেয়ারি লাইট—ঘরে এনে দেবে গল্পের মতো উষ্ণতা। আর দেওয়ালে কিছু নিজে বানানো ছবি, কোলাজ বা রঙের ছোপ লাগিয়ে দেখুন—এই ‘নিজের ছোঁয়া’ই ঘরকে আলাদা করে তুলবে।

সবশেষে, অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন। সাজানো ঘরের সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন সে শ্বাস নিতে পারে। বাজেটের কথা না ভেবে, নিজের মনের রঙে ঘর সাজাতে শুরু করুন—দেখবেন, ঘরে ফিরলেই আপনার মুখেও নতুন আলো খেলে যাবে।

Comments

Post a Comment

Popular posts from this blog

জানালায় সাজের ছোঁয়া

সবুজে ঘেরা ঘর