রঙে রঙে ঘরের গল্প
রঙ শুধু দেওয়ালে লাগে না, লাগে মনে। আপনার ঘরের রঙই বলে দেয় তার চরিত্র—শান্ত, প্রাণবন্ত, উজ্জ্বল, নাকি নরম। সঠিক রঙ বেছে নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে সেই ব্যক্তিত্ব, যা ঘরকে আলাদা করে তোলে।
যদি চান ঘরে শান্তির আবহ, তাহলে বেছে নিন হালকা নীল, সাদা বা প্যাস্টেল শেড। এগুলো চোখে যেমন আরামদায়ক, মনের উপরও তেমন কোমল প্রভাব ফেলে। অন্যদিকে, যদি চান এনার্জি আর উচ্ছ্বাসে ভরা পরিবেশ, তাহলে উজ্জ্বল হলুদ, কমলা বা সবুজই আপনার সঙ্গী।
তবে রঙের খেলাটা শুধু দেওয়ালে আটকে রাখবেন না। পর্দা, কুশন, কার্পেট, এমনকি ছোট ছোট শোপিসেও রঙের ছোঁয়া দিন। এতে ঘর হবে আরও প্রাণবন্ত, আর চোখে লাগবে একধরনের সামঞ্জস্য।
অনেকেই ‘অ্যাকসেন্ট ওয়াল’ পছন্দ করেন—যেখানে একটি দেওয়ালে আলাদা রঙ বা প্যাটার্ন দেওয়া হয়। এতে একদিকে যেমন ঘরে ভিজ্যুয়াল ইন্টারেস্ট বাড়ে, অন্যদিকে পুরো সাজের কেন্দ্রবিন্দু তৈরি হয়।
সবশেষে, মনে রাখবেন—রঙ হলো মুড মেকার। তাই আপনার ঘরের রঙ যেন বলে, “এটাই আমার গল্প, আর এই আমার অনুভূতি।”
Baah Vison sundor lekha 😊❤️
ReplyDeleteDarun likhechis ❤️🫂 chaliye jao
ReplyDeleteAww darun ❤️
ReplyDeleteKhub valo lekha
ReplyDeleteGreat
ReplyDeleteখুব সুন্দর
ReplyDeleteGood👍
ReplyDeleteOsadharon lekha ar sajano...sob miliye 💯❤️
ReplyDeleteWah
ReplyDeleteGreat 👍
ReplyDelete