আলোর ছোঁয়ায় জাদু

ঘরের সাজসজ্জায় রঙ, আসবাব, গাছ—সবকিছুরই গুরুত্ব আছে, কিন্তু আলো হলো সেই জাদুকর, যে মুহূর্তেই বদলে দিতে পারে পুরো পরিবেশ। ঠিক আলো ঠিক জায়গায় পড়লেই সাধারণ এক ঘরও হয়ে ওঠে ছবির মতো সুন্দর।

ভাবুন তো, সন্ধ্যার পর ঘরের কোণে জ্বলে উঠেছে এক গুচ্ছ ফেয়ারি লাইট—সাথে জানালার পাশে রাখা ছোট্ট টেবিল ল্যাম্পের উষ্ণ আভা। হঠাৎই ঘরটা যেন গল্প বলছে, আপনার দিনের ক্লান্তি গলে যাচ্ছে।

আলোর মাধ্যমে ঘরে আলাদা আলাদা ‘জোন’ তৈরি করা যায়। পড়ার কোণে নরম হলুদ আলো, ডাইনিং টেবিলের ওপরে ঝুলন্ত পেন্ড্যান্ট লাইট, আর শোবার ঘরে উষ্ণ ফ্লোর ল্যাম্প—প্রতিটি জায়গার মুড আলাদা, কিন্তু একসাথে মিলেমিশে পুরো ঘরকে করে তোলে প্রাণবন্ত।

যারা একটু পরীক্ষামূলক ভাব পছন্দ করেন, তারা ওয়াল ওয়াশ লাইট বা স্পটলাইট ব্যবহার করে আর্টওয়ার্ক কিংবা শেলফের সাজসজ্জাকে হাইলাইট করতে পারেন। এতে শুধু আলো নয়, ছায়ার খেলাও ঘরে আনে নাটকীয়তা।

সবশেষে মনে রাখবেন—আলো কেবল দেখার জন্য নয়, অনুভব করারও মাধ্যম। সঠিক আলোই আপনার ঘরে এনে দেবে সেই উষ্ণতা, যা আপনাকে প্রতিদিন আবারও ঘরে ফিরতে টানবে।

Comments

  1. Just wow 🫶🏻

    ReplyDelete
  2. Ki valo likhechis ❤️✨👌

    ReplyDelete
  3. Oh lovely ❤️.... Darun hoyeche

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

নতুন ঘর, পুরোনো আসবাব

জানালায় সাজের ছোঁয়া

সবুজে ঘেরা ঘর