পুরোনো জিনিসের নতুন রূপ
যে জিনিসগুলোকে আমরা অবহেলায় কোণের ধুলোতে ফেলে রাখি, সেগুলোই অনেক সময় ঘরের সবচেয়ে সুন্দর সাজসজ্জায় পরিণত হতে পারে। এটা একধরনের জাদু—যেখানে পুরোনোকে নতুন করে দেখা আর ভালোবাসা শেখা হয়।
ভাবুন তো, দাদুর সেই ভাঙা ট্রাঙ্ক, যেটা বছরের পর বছর গুদামে পড়ে আছে, তাকে সামান্য মেরামত করে রঙ দিয়ে বানিয়ে ফেললেন চা-টেবিল। অথবা পুরোনো সাইকেলের চাকাকে বানালেন দেয়ালে ঝোলানো আর্টপিস। প্রতিটি জিনিস তখন শুধু সাজ নয়, হয়ে ওঠে গল্প বলার মাধ্যম।
পুরোনো কাচের বোতল, টিনের কৌটো, এমনকি ভাঙা কাঠের চেয়ার—সবই একটু সৃজনশীলতা আর রঙের ছোঁয়ায় বদলে যেতে পারে। অনেকে পুরোনো সিঁড়িকে বই রাখার র্যাক বানিয়ে ফেলেন, আবার কেউ ফেলে দেওয়া জানালার ফ্রেমে লাগান ফটো কোলাজ।
এই প্রক্রিয়ায় শুধু আপনার ঘরেই নতুনত্ব আসে না, বরং টেকসই জীবনধারার দিকেও এক ধাপ এগোনো হয়। কারণ ফেলে না দিয়ে ব্যবহার করা মানে প্রকৃতির উপর চাপ কমানো।
তাই পরের বার কিছু ফেলে দেওয়ার আগে ভেবে দেখুন—এটা কি আসলেই শেষ, নাকি এটা আপনার ঘরের পরবর্তী শো-পিস হতে পারে?
Nice 👍
ReplyDeleteGood 👍🏽
ReplyDeleteNice
ReplyDeleteNice
ReplyDeleteBha khub valo ❤️
ReplyDeleteDarun ✨
ReplyDeleteNice👍
ReplyDeleteWonderful ❤️😃
ReplyDeleteWow
ReplyDeleteNice
ReplyDeleteOnek helpful...ar ei thoughts tao darun r aslo lekha ar sajano❤️
ReplyDelete