জানালায় সাজের ছোঁয়া
ঘরের সাজসজ্জায় জানালা অনেক সময় অবহেলিত থেকে যায়। অথচ সঠিকভাবে জানালা সাজালে শুধু আলো আর বাতাসের খেলাই বদলে যায় না, বদলে যায় পুরো ঘরের চরিত্র।
প্রথমেই ভাবুন পর্দা নিয়ে। ভারী কাপড়ের গাঢ় রঙের পর্দা শীতের দিনে দেয় উষ্ণতা, আবার গরমের সময় পাতলা শিফন বা কটনের হালকা রঙের পর্দা এনে দেয় প্রশান্তি। চাইলে লেয়ারের খেলা করতে পারেন—ভেতরে পাতলা শিয়ার কার্টেন, বাইরে একটু গাঢ় শেডের পর্দা। এতে আলো আসা-যাওয়ার নিয়ন্ত্রণ যেমন থাকে, তেমনি ঘরে আসে একধরনের গভীরতা।
জানালার ধারে ছোট্ট বসার জায়গা বানানোও এখন খুব জনপ্রিয়। নরম কুশন, ছোট্ট ম্যাট আর পাশে রাখা একটি ইনডোর প্ল্যান্ট—এই সামান্য জিনিসই জানালাকে বানিয়ে দিতে পারে বই পড়া বা কফি খাওয়ার আদর্শ জায়গা।
যারা একটু সৃজনশীল, তারা জানালার ধারে ঝুলিয়ে রাখতে পারেন হ্যাংগিং প্ল্যান্ট বা রঙিন লণ্ঠন। সন্ধ্যার পর এগুলোর আলো-ছায়ার খেলা ঘরকে দিবে একেবারে নতুন রূপ।
সবশেষে, জানালা সবসময় পরিষ্কার রাখুন। কাঁচে জমে থাকা ধুলো বা দাগ শুধু দৃশ্য নয়, আলোও ম্লান করে দেয়। পরিষ্কার কাঁচে যখন সকালের রোদ বা সন্ধ্যার আলো ঢোকে, তখন ঘরের পরিবেশ যেন নিজে থেকেই হাসতে শুরু করে।
Darun darun ❤️
ReplyDeleteBha ki valo likhechis ❤️👌
ReplyDeleteWow🌈 very nice 👍
ReplyDeleteWow
ReplyDeleteBeautiful ❤️
ReplyDeleteNice 👍
ReplyDeleteKhub valo
ReplyDeleteExcellent
ReplyDeleteWow 👌🏻
ReplyDeleteNice
ReplyDeleteNice
ReplyDeleteGreat
ReplyDeleteBahhh
ReplyDeleteBahhh
ReplyDeleteBahh
ReplyDeleteGood
ReplyDeleteSo beautiful ❤️
ReplyDeleteVison sundor ❤️
ReplyDeletesompurno alada ekta bishoye jeta sobai vabe na but sobaar life a joruri o chay sobai....ar sei jinis gulo eto sundor vabe tule dhora sotti osadharon ek kothay. Keep it up ❤️💯
ReplyDelete