সবুজে ঘেরা ঘর

 


গাছ শুধু বাইরে বাগানেই মানায়—এই ধারণা এখন পুরোনো। আজকাল ঘরের ভেতরে সবুজ আনার ট্রেন্ড শুধু ফ্যাশন নয়, বরং এটা আপনার মুড, স্বাস্থ্য আর ঘরের এনার্জি বদলে দেওয়ার এক অসাধারণ উপায়।

ভাবুন তো—সকালবেলা ঘুম থেকে উঠে জানালার পাশে রাখা ছোট্ট মানি প্ল্যান্টের দিকে তাকিয়ে দিন শুরু হচ্ছে। চোখে লাগে একরাশ সবুজ, মনে আসে একরাশ শান্তি। এমনকি ব্যস্ত দিনের মাঝেও ঘরের এক কোণে রাখা পিস লিলি বা স্নেক প্ল্যান্ট যেন মনে করিয়ে দেয়, ধীরে চল, নিঃশ্বাস নাও।

গাছ শুধু সৌন্দর্যই আনে না, বরং ঘরের বাতাসও পরিশুদ্ধ করে। নাসা-র গবেষণায়ও দেখা গেছে কিছু ইনডোর প্ল্যান্ট বায়ু থেকে টক্সিন শোষণ করে। তাই গাছ মানে শুধু সাজ নয়—এটা একপ্রকার প্রাকৃতিক এয়ার পিউরিফায়ারও।

আর সাজানোর ক্ষেত্রে—গাছকে বানিয়ে ফেলুন ঘরের ‘স্টেটমেন্ট পিস’। পুরোনো চায়ের কাপ, কাঁচের বোতল, বা হাতে বানানো মাটির টবে গাছ রাখুন। চাইলে দেয়ালে ঝুলিয়ে রাখতে পারেন হ্যাংগিং প্ল্যান্ট, যা ছোট্ট ঘরকেও দিবে গভীরতা আর ফ্রেশ লুক।

সবশেষে, গাছের যত্নকে দেখুন ভালোবাসার মতো—নিয়মিত জল দেওয়া, রোদে রাখা, আর মাঝে মাঝে পাতায় হাত বুলিয়ে দেওয়া। এতে শুধু গাছই বড় হবে না, আপনার ঘরও হয়ে উঠবে আরও বেশি জীবন্ত।

Comments

Post a Comment

Popular posts from this blog

নতুন ঘর, পুরোনো আসবাব

জানালায় সাজের ছোঁয়া